
বিটপি হলো বাংলা ফন্ট জগতে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং প্রচলিত ফন্টগুলোর মধ্যে অন্যতম। এটি একটি মিনিমাল প্যারাগ্রাফ ফন্ট যা যেকোনো কাজে সহজেই ব্যবহারযোগ্য, মানানসই এবং বোধগম্য। ব্যক্তিগত বা ছোটখাটো কাজের পাশাপাশি বড় বড় কমার্শিয়াল কাজেও ফন্টটি বেশ জনপ্রিয়। ফন্টটির নির্মাতা জনপ্রিয় বাংলা ফন্ট ডিজাইনার এবং ডেভেলপার জনাব সাইদ আলমগীর।

ফন্টের বিবরণ
বিটপি
- নকশাকার : সাইদ আলমগীর
- বিকাশকারী : সাঈদ আলমগীর
- ধরণ : ইউনিকোড
- রূপ : ১ টি
- বর্ণের ভাষা : বাংলা
- প্রকাশকাল : ২৫ আগস্ট, বুধবার, ২০২১
- মোট ডাউনলোড : ২০,৩৪২ বার
সতর্কীকরণ : আপনি টাইপোবাজের ফন্ট যেকোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফন্টের টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। ফন্টের নাম, তথ্য ইত্যাদি বিষয় পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি হিসেবে প্রকাশ করতে পারবেন না।
অন্যথায় টাইপোবাজ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।